১৯৭১ সালের ১৪ ডিসেম্বরের পাকিস্তানি হানাদারবাহিনী কর্তৃক পরিকল্পিতভাবে বাংলাদেশের জ্ঞানী-গুণী ও মুক্তবুদ্ধিসম্পন্ন মানুষদের নির্মম হত্যাকাণ্ডের কথা স্মরণ করে প্রতিবছর ১৪ ডিসেম্বর বাংলাদেশে পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। সেই ধারাবাহিকতায় এই বছরেও যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের জন্য এবং শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে ডুমুরিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, খুলনাতে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ মহোদয় প্রকৌশলী জনাব আব্দুস ছালাম মিয়া।
সময়: সকাল ৯:৩০ ঘটিকা।
স্থান: ৫০২ নং কক্ষ, একাডেমিক ভবন, অত্র প্রতিষ্ঠান।
তারিখ: ১৪ ডিসেম্বর,২০২৪ খ্রি. (শনিবার)।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস