Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Orientation Class for New Students of Class XI (Academic Year: 2024-2025) on 05/09/2024 (Thursday)
Details

এতদ্বারা অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং শিক্ষার্থীকে জানানো যাচ্ছে যে, আগামি ০৫/০৯/২০২৪ খ্রি. তারিখ রোজ বৃহস্পতিবার একাদশ শ্রেণি (শিক্ষাবর্ষঃ ২০২৪-২০২৫)-এর নবাগত শিক্ষার্থীদের Orientation Class অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


অনুষ্ঠানের সময়ঃ দুপুর ১২:৩০ ঘটিকা।


অনুষ্ঠানের স্থানঃ ৫০২ নম্বর কক্ষ (৫ম তলা), একাডেমিক ভবন।


বিঃদ্রঃ একাদশ শ্রেণির শিক্ষার্থীদের উক্ত দিনে রেজিস্ট্রেশন কার্ডে স্বাক্ষর করতে হবে। শিক্ষার্থীদের নিজ নিজ জন্ম নিবন্ধন কার্ড আনার জন্য নির্দেশ প্রদান করা হলো।


-- অধ্যক্ষ মহোদয়।

Image
Publish Date
02/09/2024
Archieve Date
06/09/2024